• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

জায়গা-জমিন নিয়ে বিরোধের জের সেনবাগের হামলায় নিহত-১ জন: পিতা-পুত্র গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০২৩

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, সংবাদদাতা ,সেনবাগ নোয়াখালী: 
নোয়াখালীর সেনবাগের জায়গা জমিন নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় আহত আবদুল কাদের (৬৫) নামের
এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় জড়িত পিতা—পুত্রকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ৬নং ওয়ার্ড দক্ষিন মোহাম্মদপুর গ্রামের খাল পাড় এলাকার আব্দুর রশিদের নতুন বাড়ির মৃত নুরুল হকের ছেলে মো: মমিনুল হক প্রকাশ লিটন (৪০) ও মো: মমিনুল হক লিটনের ছেলে এবায়দুল হক প্রকাশ আকাশ (২২)।এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে জায়গা জমিনের বিরোধকে কেন্দ্র করে আবদুল কাদের ও মমিনুল হক লিটনের সঙ্গে ঝড়গা হয়। যার এক পর্যায়ে ঝড়গা মারামারিতে রুপ নিলে উভয়ে বেশ কয়েকজন আহত হয়। এ সময় লিটনের লোকজনের হামলায় বৃদ্ধ আবদুল কাদের গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় লিটন ও তার ছেলে আকাশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধী রয়েছে বলে জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads